কালীগঞ্জে বিনামূল্যে কৃষক পেল বোরো ধানের বীজ
প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১৩:১৩
গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে ব্রি-ধান ১০০ ও ব্রিধান ১০৪ জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
রবি/২০২৪-২০২৫ মৌসুমে PARTNER (ব্রি অঙ্গ) প্রোগ্রামের আওতায় স্থানীয় ৬০০ কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে এ বোর ধানের বীজ বিতরণ করা হয়।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা
তাসলিম এ ধানের বীজ বিতরণ করেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় তা বাস্তবাযন করেন কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো. মাহে আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
যাযাদি/এআর