রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচনে ওয়াহেদ প্যানেল বিজয়ী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ১৩:০৮
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বি বার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে মো. আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছেন।

বিষয়টি নিশ্চিত করছেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট সোলাইমান বিশু। গত শনিবার শহরের পুরাতন বাজারের চেম্বার ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮ টায় ফলাফল প্রদাণকালে এই ঘোষণা দেন তিনি।

এ সময় নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট সোলাইমান বিশু জানান, নির্বাচনে আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেলে সাধারণ গ্রুপে মেসার্স কোয়ালিটি এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. আব্দুল ওয়াহেদ ছাতা প্রতীকে ৭৯১ ভোট, মেসার্স দুলহা এন্টারপ্রাইজের মো. খাইরুল ইসলাম কুলা প্রতীকে ৬৫২ ভোট, মেসার্স আয়ান ইন্টারন্যাশনালের মো. আখতারুল ইসলাম রিমন আম প্রতীকে ৭২৫ ভোট, মেসার্স আতিক অটো রাইস মিলের মো. মফিজ উদ্দীন সাইকেল প্রতীকে ৬৯৮ ভোট, মেসার্স আলহাজ্ব জয়নাল আবেদীন ট্রেডার্সের মো. আব্দুল আওয়াল ফ্যান প্রতীকে ৬৬২ ভোট, মেসার্স সোনামসজিদ ট্রেডার্সের মো. সৈবুর রহমান উড়োজাহাজ প্রতীকে ৬৩১ ভোট, মেসার্স আল মদিনা ট্রেডিং এর মো. দেলোয়ার হোসেন মোড়গ প্রতীকে ৫৯৭ ভোট, মেসার্স জোহরা এন্টারপ্রাইজের মো. নূর আমিন টিউবওয়েল প্রতীকে ৬০৫ ভোট, মেসার্স আরিফ অর্ক এন্টারপ্রাইজের মো. আরিফ উদ্দীন ইতি হাতপাখা প্রতীকে ৬২৮ ভোট, মেসার্স সেতু হার্ডওয়ারের মো. নাজিবুর রহমান বালতি প্রতীকে ৬৬৮ ভোট, মেসার্স সাকিল এন্টারপ্রাইজের মো. আব্দুল বারেক হাতি প্রতীকে ৬২৭ ভোট, মেসার্স সততা ক্রোকারিজের মো. মনিরুল ইসলাম দেয়াল ঘড়ি প্রতীকে ৫৮৫ ভোট এবং মেসার্স জাহাঙ্গীর কবিরের সত্তাধিকারী মো. জাহাঙ্গীর কবির হাঁস প্রতীকে ৫৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন।

এদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা সমর্থিত প্যানেলে মাছ প্রতিক নিয়ে মোজাম্মেল অটো রাইস মিলের মো. হারুন অর রশিদ ৫০৫ ভোট, খেজুর গাছ প্রতিকে আনোয়ার অটো রাইস মিলের আনোয়ার হোসেন ৫৬৯ ভোট, হারিকেন প্রতিকে মোল্লা অটো সার্ভিসের তরিকুল আলম ৬০৭ ভোট, আনারস প্রতিকে তৌহিদুর রহমান ৫৫৬ ভোট, কলস প্রতিকে লুনা ট্রেডার্সের রাইহানুল ইসলাম লুনা ৬২০ ভোট, মোমবাতি প্রতিকে শামীম ম্যাট্রেস এন্ড ফেব্রিক্সের কাজেম আলী ৪৭৯ ভোট, মই প্রতিকে হায়দার এন্টারপ্রাইজের আলহাজ্ব মামুনুর রশিদ ৪২২ ভোট, রিক্সা প্রতিকে মডার্ণ এইচ চিকিৎসালয়ের দুরুল হোদা ৪১২ ভোট, লাইট প্রতিকে মুকুল ট্রেডার্সের শামসুজ্জোহা মুকুল ৪৪৫ ভোট, কাপ-পিরিচ প্রতিকে রনি ইলেক্ট্রনিক্স এন্ড কম্পিউটারের ইসমাইল হোসেন ৪৩৫ ভোট, হরিণ প্রতিকে আরিশা ট্রেডার্সের আলমগীর জুয়েল ৪৮৭ ভোট, কুড়াল প্রতিকে এন এম এন্টারপ্রাইজের আসাদুল হক ৪২০ ভোট এবং দোয়াত-কলম প্রতিকে মীম এন্টারপ্রাইজের আব্দুল হক ৩৭৮ ভোট পেয়েছেন বলে নির্বাচন বোর্ড থেকে ঘোষিত ফলাফলে জানানো হয়।

বিজয়ের পর মো. আব্দুল ওয়াহেদ বলেন, আমরা আশাবাদী ছিলাম পূনরায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালনা পর্ষদে আসবো। আমরা এসেছি। আর নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের স্বার্থে করণীয় বিষয়ে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবো বলে আশাবাদী। কারণ আমারা কাওকে বিরোধী মনে করিনা। যারা এবার পরাজিত হয়েছেন তারা আমাদের ভাই, বন্ধু, ব্যবসায়ী। আমরা চাইবো ব্যবসায়ীদের স্বার্থে আমাদের যে কোন ভালো কাজে তারা আমাদের সাথে থেকে জেলার ব্যবসা বাণিজ্যকে গতিশীল করবেন।

তবে সার্বিক বিষয়ে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সোলাইমান বিশু বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে একটা শঙ্কা ছিলো। যা নির্বাচন শুরুর ঘন্টাখানেকের মধ্যে প্রতিফলিত হয়। কিন্তু নির্বাচন সুষ্ঠু করতে যাবতীয় প্রস্তুতি থাকাই কোন সংঘাত কেউ করতে পারেনি। সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। নির্বাচনে পুলিশ সদস্যসহ প্রশাসনের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সর্বোপরি একটি অবাধ সুশৃংখল ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

উল্লেখ্য, সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হয়েছে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক। সংগঠনে ১ হাজার ২৭৬ জন সাধারণ এবং ১৭৮ জন সহযোগী ভোটার।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে