রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

থানচিতে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আমিয়াখুম

থানচি (বান্দরবান) প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৫
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ আর্চ ডাইসিস্ এসোসিয়েশনের চট্টগ্রাম আর্চ ডাইসিস্ এর আর্চ বিশপ লেরেকা সুব্রত হাওলাদার সিএসি বলেন,পাহাড়ে অবস্থানরত সকল সম্প্রদায়ের মানুষ মানুষের ভালবাসা বন্ধন, সমাজ, রাষ্ট্র, দেশের আনন্দঘন, মুহুর্থ গুলি সম্মিলন হয় সম্মিলিত একটি খেলার মাধ্যমে।

মিলন মেলা হতে পারে অসম্প্রদায়িক চেতনাকে ধারণ,রক্ষা ও উন্নয়ন মূখি একটি অঞ্চল। বান্দরবানের দুর্গম থানচি উপজেলা ফুটবল টুর্নামেন্ট সে ভালবাসা অর্জন করেছে।

গত শনিবার বিকালের থানচি উপজেলা খ্রিস্টরাজাপর্ব ও ধর্মপল্লীর পর্ব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে সমাপনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও প্রধান অতিথি বক্তব্য কালে উপরোক্ত কথা বলেন।

শান্তিরাজ মিশন মাঠে জাতীয় পতাকা উক্তোলন,পাহাড়ে ঐতিহ্যবাহী নৃত্য মাধ্যমে সমাপনি অনুষ্ঠানের কানায় কানায় দর্শকদের মাতানো মুহুর্থ। গত ৫ নভেম্বর ২৬ টি দল অংশগ্রহণ করেন শনিবার ফাইনেল খেলার আলিকদম ত্রিপুরা যুব একাদশ বনাম আমিয়াখুম ত্রিপুরা যুব একাদশের মধ্যে থম থম উক্তেজনায় প্রথম অধ্যায়ে আলিকদম ১ আমিয়াখুম ০ শেষ মুহুর্থে আমিয়াখুমের ইভস ত্রিপুরা একটি গোল পরিশোধ করে সমতা আনেন। পরে ট্রাইবেকারের আলিকদমকে হাড়িয়ে আমিয়াখুম ৩ গোল থেকাই দিলে আলিকদম ত্রিপুরা একাদশ রানার্স আপ,ও আমিয়াখুম ত্রিপুরা যুব একাদশ চ্যাম্পিয়নশীপ পুরুস্কার তুলে নেন এছাড়া ও নগদ ২০ হাজার টাকা পুরুস্কার হাতে নেন।

নক- আউট পদ্ধতিতে মোট ২৭ টি ফুটবল প্রেমিক দলের অংশ গ্রহন করেছিল ।

সমাপনি অনুষ্ঠানের ম্যান অপ দ্যা টুর্নামেন্ট ও শ্রেষ্ঠ গোল দাতা ইভাস ত্রিপুরা,শ্রেষ্ট গোল রক্ষক খুশিজয় ত্রিপুরা পেল পুরুস্কার অর্জন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের প্নধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা, সম্পাদক জর্জ কলিন্স ত্রিপুরা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি রাজ মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস নকরেক পিএসসি,সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, থানা সেকেন্ট অফিসার তপন দাশ,সাবেক ইউপি চেয়ারম্যান মালিরাং ত্রিপুরা,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা,সাবেক প্রধান শিক্ষক সত্যমনি ত্রিপুরা,অনবাহাদুর কারবারী প্রমূখ উপস্থিত ছিলেন। পরে রেফারী অনিল ত্রিপুরা, মংপ্রু মারমাসহ ৩ জনকে পুরস্কার দেয়া হয়।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে