ঐক্যের কোন বিকল্প নেই: এহসানুল হুদা

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৬

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের ঈদগাহ মাঠে গত শনিবার বিকাল ৪টার দিকে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিতে গিয়ে বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। 

সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার উপর বাস্তবায়ন করতে গিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার গত সাড়ে ১৫ বছরে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষদের উপর মিথ্যা মামলা দিয়ে দেশকে অচল অবস্থা সৃষ্টি করেছে। 

তিনি বলেন, ছাত্র সমাজের আন্দোলনের ফলে দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব এদেশের শিক্ষিত সমাজ থেকে শুরু করে ১৮ কোটি মানুষের দায়িত্ব। এই অর্পিত দায়িত্ব শুধু বিএনপির নয়, প্রতিটি সমামনা দলের ও দেশের জনগণের। ১০০ দিন পার হয়ে গেছে। অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব। এখন উচিত হবে অন্তবর্তীকালীন সরকারের যথাসম্ভব দ্রুত নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করা। 

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকার অনেক মামলা দিয়েছে। তারেক রহমান সবগুলি মামলা শেষ করে বীরের বেশে দেশে ফিরে আসবেন। 

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি এডভোকেট শাহ্ আলম, উপজেলা যুব দলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলম, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দল নেতা রনি ভূইয়া, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি নেতা সোহরাব উদ্দিন প্রমুখ। এই জনসভাটি সভাপতিত্ব করেন, হুমাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সায়িদ। 

যাযাদি/এআর