বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৫

স্টাফ রিপোর্টার/পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট।

গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” এই প্রতিপাদ্যে শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৭টি সেনা জোন নিয়ে এ টুর্নামেন্ট হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আজকের উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি সদর জোন ৩-১ গোলে মারিশ্যা জোনকে পরাজিত করে।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন নিখিল দে এবং দুই সহকারী রেফারি ছিলেন, মোঃ জাহিদ ও সাচিংনু মারমা। ম্যাচ কমিশনার ছিলেন তুহিন কুমার দে।

টুর্নামেন্ট উদ্বোধন কালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন আরো সু-দৃঢ় হবে বলে আমি মনে করি।

যাযাদি/এআর