নাটোরে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ২১:০১

নাটোর প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নাটোরে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের শহীদ জিয়াউর রহমান মিলনায়তনের এই সম্মেলনে একই সাথে জাতীয় কারিকুলাম প্রণয়ন ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভোকঃ) প্রকৌশলী জাকারিয়া আব্বাসী। 

মো: নাসিরুজ্জামান হিরক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ শিকদার আব্দুল হালিম,  সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আবুল হাসিম ও মোঃ মাহাফুজুর রহমান, নাটোরের বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম, কলম কারিগরি স্কুল এ্যান্ড কলেজের সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুস সবুর। অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য  মো: নাসিরুজ্জামান হিরককে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

যাযাদি/ এম