মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ১৯:৫৯

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সাথে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের লক্ষ্যে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে৷


শনিবার সকালে লৌহজং  থানা হলরুমে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়৷

লৌহজং থানার অফিসার ইনচার্জ  (ওসি) হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং-শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শাহ কামাল ঢালী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানভীর আহম্মেদ অভি, বেজগাও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম মাঝি, কলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রিয়াজুল ইসলাম তুহিন, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলু, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহআলম শিকদার, সাখাওয়াত হোসেন রিংকু, অহিদুল ইসলামসহ শিক্ষক, ছাত্র, ব্যাবসায়ী, বাজার কমিটির সদস্যরা বক্তব্য রাখেন৷

বক্তারা এলাকার বাল্যবিবাহ, মাদক সমস্যা, বাল্কহেড থেকে চাঁদাবাজি, নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ে সর্বস্তরের জনসাধারণ তাদের অভিযোগ তুলে ধরেন এবং পরামর্শ ব্যক্ত করেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাদক বিস্তারের ফলে পারিবারিক ও সামাজিকভাবে অপরাধের মাত্রা বেড়ে যাওয়াসহ চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। এলাকাবাসিকে মাদক বিক্রেতা ও সেবীদের তথ্য দেয়ার অনুরোধ করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়গুলো  আলোচনায় উঠে আসে।

 

যাযাদি/এসএস