উখিয়ায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ বিশ্ব শিশু দিবস পালিত

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ১৯:৫৪

উখিয়া ( কক্সবাজার) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের  উখিয়ায় ওয়ার্ল্ড ভিশন  বাংলাদেশের উদ্যোগে বিশ্ব  শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান  ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।


দিবসের এবারে  প্রতিপাদ্য বিষয় ছিল প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর )  চাইল্ড  সেইফটি নেট প্রজেক্ট,  ওয়ার্ল্ড ভিশন  বাংলাদেশ উপজেলার পালংখালী ইউনিয়নে নানা  অনুষ্ঠান মালার আয়োজন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  চাইল্ড  সেইফটি নেট প্রজেক্ট এর ম্যানেজার প্রেন্সিস মন্ডল। এতে সভাপতিত্ব করেন  উপজেলা কো - অডিনেটর ছোটন বড়ুয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক  ফারুক আহমদ, পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল হক ও মসজিদের ইমাম আবুল ফয়েজ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড সেইফটি নেট প্রজেক্টের ইউনিয়ন সুপারভাইজার মিতু সরকার পাপিয়া।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ফ্যাসিলেটর আরমান  চাইল্ড ফোরামের  সভাপতি ফারিয়া।

আলোচনা সভায়  শিশুর শিক্ষা,স্বাস্থ্য  অধিকার, সুরক্ষা ও নিরাপত্তার  উপর গুরুত্বরোপ করে বক্তারা বলেন বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতার পাশাপাশি অভিভাবককে আরো ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভার পূর্বে কিশোর কিশোরীদের অংশগ্রহণে  সাংস্কৃতিক  অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন করা হয়।

এ সময়, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক  চাইল্ড ফোরামের সদস্য, ইউথ ফোরামের নেতৃবৃন্দ ধর্মীয় নেতা  সহ-সংশ্লিষ্টরা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চাইল্ড সেইফটি নেট প্রজেক্টের কমিউনিটি ফ্যাসিলেটর  সাইফুল ইসলাম।

যাযাদি/এসএস