তেঁতুলিয়ায় মূমুর্ষ নারী রোগী ইউএনও কাছে চাইলেন সাহায্য পেলেন রক্ত

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ১৯:৪৭

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

তেঁতুলিয়ায় ডায়বেটিক ও রক্তশূণ্যতায় মূমুর্ষ নারী রোগী ইউএনও কাছে চাইলেন সাহায্য পেলেন রক্ত। ইউএনও ফজলে রাব্বি নিজেই করলেন রক্ত দান, আশ্বাস  দিলেন সহযোগিতার ।

২৩ নভেম্বর শনিবার বিকেলে  তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়ার গ্রামের  আছিয়া বেগম ( ৩৮) ডায়বেটিক রক্ত শূণ্যতা ও শারীরিক দূর্বলতায় ভুগছিলেন র্দীঘ দিন ধরে। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি হন।  হাসপাতালের দায়িত্বরত ডাক্তার রোগীর স্বামীকে এ পজেটিভ রক্ত দেওয়ার কথা বলে।

অসুস্থ আছিয়ার স্বামী জয়নুল হক বলেন, আমি ইউএনও মহোদয়ের কাছে কৃতজ্ঞ । আমরা গরিব মানুষ কোথাও কোন রক্ত পাচ্ছিলাম না । স্যারের কাছে সাহায্য চাইতে গেলে স্যার নিজেই  রক্ত দিয়ে আমার স্ত্রীকে বাঁচালেন।

রক্ত দেয়ার পর রোগী শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন তেঁতুলিয়া হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা   ডা: এ এস এম রুহুল আমিন ।

রক্ত দাতা উপজেলা নির্বার্হী অফিসার ফজলে রাব্বি বলেন, রোগীর স্বজনরা আমার কাছে আর্থিক সাহায্যের জন্য আসেন । তারা এক পর্যায়ে বলেন রক্ত লাগবে। রোগী রক্ত শূণ্যতায় ভুগছেন। আমি জিজ্ঞাসা করলে বলেন এ পজেটিভ। যেহেতু আমার রক্তের গ্রুপ এ পজেটিভ তাই স্বাভাবিক ভাবেই আমি নিজেই রক্ত দেয়ার জন্য সিদ্ধান্ত নিই ।

যাযাদি/এসএস