উলিপুরে আ.লীগের ২ নেতা আটক

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ১৮:৪১

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী নেতাকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ গত শুক্রবার রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়ন যুব লীগের সভাপতি মনিরুজ্জামান সাজু (৪৫), ইউনিয়ন আ.লীগের সদস্য রোকনুজ্জামান খোকন (৪০) কে গ্ৰেফতার  করে।

এ ছাড়াও ওই মামলায় গত বৃহস্পতিবার  উপজেলার তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাদু (৫৭), উপজেলা যুবলীগের সদস্য রিয়াদ সরকার (২৮), দলদলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান (৩৫) ও উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ সভাপতি মারুফ হাসান মিলনকে (২৪) গ্রেপ্তার ক‌রে পু‌লিশ।

জানা গেছে, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর স্বর্ণময়ী সরোবর এলাকায় ও গোবিন্দ জিউ মন্দিরের ভেতরে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের তুলে নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি, রড, হকিস্টিক দিয়ে মারধর করা হয়। এ ঘটনায় গত ২১ ন‌ভেম্বর মোসা‌ব্বির হো‌সেন (২১) নামে এক শিক্ষার্থী বাদী হ‌য়ে উলিপুর থানায় মামলা করেন। গত বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে তা‌দের গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, আটককৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে

যাযাদি/এসএস