আনোয়ারায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ১৮:৪৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাতরী ইউনিয়ন সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প করা হয়েছে ।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে ৩শ জনকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।
এসময় আনোয়ারা উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাহমুদুল হাসান, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনির হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, সমাজসেবক জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, খালেদ নেওয়াজ চৌধুরী, শহিদুল আলম, আশরাফ উদ্দিন চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী, আতিকুর রহমান, নেজাম উদ্দিন, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, তারেক মাসুদ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
চক্ষু ক্যাম্পের ব্যবস্থাপক সাংবাদিক তৌহিদুল আলম বলেন, “গ্রামের প্রান্তিক মানুষেরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন। চোখ শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে গ্রামের ৩শতাধীক মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এসব মানুষের চশমা প্রদান, চোখের ছানি অপসারণসহ ফ্রি লেন্স লাগানোর ব্যবস্থা করা হবে।
যাযাদি/এসএস