ঘূর্ণিঝড় রেমালে ১৭৪৩ ক্ষতিগ্রস্তদের মাঝে উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ১৮:২৯

তালতলী(বরগুনা)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ১৭৪৩ পরিবারের মাঝে জরুরি পরিষ্কার পরিচ্ছন্ন উপকরণ ও খাবার সামগ্রী বিতরণ করেছে জাগো নারী।
 
শনিবার (২৩ নভেম্বর) উপজেলার সোনাকাটা ইউপি পরিষদ কার্যলয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

উপজেলার সোনাকাটা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১৭৪৩ পরিবারের মাঝে ২০ কেজি চাল, ২ কেজি মশুর ডাল,০.৫ কেজি লবণ,১ কেজি চিড়া, ২ লিটার সয়াবিন তেল,০.৫ কেজি চিনি, ১ কেজি চিড়া,৩ কেজিছোলা ডাল, ১টি বালতি,১টি মগ, ২০ প্যাড সেনেটারি ন্যাপকিন, ১ প্যাকেট ডিটারজেন্ট পাউডার, ১টি সাবান, ১০ পিচ খাবার স্যালাইন,  ১টি শাড়ি ও একটি লুঙ্গি।

এ সময় উপস্থিত ছিলেন জাগো নারীর নির্বাহী প্রধান হোসনেয়ারা হাসি, ইউপি চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুস, সাংবাদিক মো.মাহমুদুল হাসান, জাগো নারীর প্রজেক্ট ম্যানেজার সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আবুল খায়ের পুন ও টুকু সিকদার, সমাজ সেবক গোলাম মোস্তফা পান্না প্রমুখ।

 

যাযাদি/এসএস