শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

চন্দনাইশের বরকলে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
  ২৩ নভেম্বর ২০২৪, ১৭:৫৮
প্রতিকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা পরিচালিত চট্টগ্রামের লাল গরু (আরসিসি) খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ৩টি গরু নিয়ে যায় ডাকাতদল। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

শুক্রবার (২২ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে বরকল ইউনিয়নের ৫নং ওয়ার্ড কানাইমাদারী এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সংস্থাটির কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দা নাছির জানান, রাত ৩টার দিকে ৪/৫ জন অস্ত্রধারী লোক আমার পাশের মমতার খামারের গেইট ভেঙে প্রবেশ করে এসময় আওয়াজ পেলে আমি উঠে দেখতে গেলে তারা আমাকে প্রশাসনের লোক বলে পরিচয় দেয়। আমি বিস্তারিত জানতে গেলে কিছু বুঝে উঠার আগেই আমাকে ও খামারের কর্মী আলাউদ্দিনকে অস্ত্র ও ছুরি নিয়ে জিম্মি করে খামার থেকে বড় ৩টি গরু নিয়ে যায়। জীবনের নিরাপত্তায় আমরা শঙ্কিত। এমন অবস্থা হলে আমরা শান্তিমত ঘুমাতেও পারবো না। তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে কারও জানমালের নিরাপত্তা থাকবে না। আমরা চাই, পুলিশ শিগ্রই ডাকাতদের গ্রেফতারসহ সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।

মমতার আরসিসি খামারকর্মী আলাউদ্দিন জানান, রাতে গেইটভাঙার আওয়াজ পেলে আমি বের হলে তারা আমাকে অস্ত্র ধরে আটক করে রাখে এবং শোরগোলে পাশের বাড়ির মালিক নাছির ভাই আসলে তাকেও অস্ত্র দিয়ে জিম্মী করে ফেলে এবং তারা ৩টি গরু নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মমতার প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজা জানান, রাত আনুমানিক ৪টার দিকে খামারকর্মী আলাউদ্দিন আমাদের খামারে ডাকাতির কথা জানান এবং ৩টি গরু ডাকাতি হয়েছে যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এ বিষয়ে আমরা চন্দনাইশ থানাকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি। আমরা এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ এর বিচার চাই।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ জানান, এ ব‍্যাপারে অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এবং একটি অভিযোগপত্র ও পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে ব‍্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে