পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১০

২টি তদন্ত কমিটি

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ১৭:১৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১৭:৫৬

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের ডাবল ডেকার বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার মো: আফজাল হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা আক্তার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন।

শনিবার(২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত শিক্ষার্থীরা হলেন, মো. মুস্তাকিম মাহিন (২২), মোজাম্মেল হোসেন ( ২৩ ) , জুবায়ের রহমান (২৩)।  তারা গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। তবে, আহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, শনিবার সকালের দিকে ৬টি ডাবল ডেকার বাসে করে ৫০০ শিক্ষার্থী বার্ষিক পিকনিকে গাজীপুরের শ্রীপুরের ডুমবাড়িচালা গ্ৰামে মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন। এ সময় ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক থেকে জৈনাবাজারের পুর্ব দিকে আঞ্চলিক সড়কে প্রবেশ করে। ওই সড়কে যাওয়ার পথে মাটির মায়া রিসোর্টের ২ কিলোমিটার পশ্চিমে রাস্তার উপর থাকা বিদ্যুতের তারে একটি বাসের সংস্পর্শ হয়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মাহিন নামের এক শিক্ষার্থী মারা যান। এরপর হাসপাতালে নেওয়ার পথে আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এর ১ ঘন্টা পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিশির বলেন,' আমাদের বহনকারী বাস গুলো খুব ছোট সড়কে প্রবেশ করে। ওই সড়কে বিভিন্ন জায়গায় পল্লী বিদ্যুৎতের সঞ্চালন লাইনের তার ঝুলে ছিল। আমাদের পেছনের বাসটি সেখানে পৌঁছা মাত্রই বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সে বাসে থাকা শিক্ষার্থীরা আগুন আগুন বলে ডাক চিৎকার শুরু করে। আমাদের বোতলে যা পানি ছিল সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি। এসময়  ঘটনাস্থলে মাইন মারা যায়। এতে ১০জন আহত হয়। '

দুর্ঘটনায় আহত তাসনুভা মাহজাবিন নামে এক শিক্ষার্থীর অভিভাবক ডা: মো: আহসান হাবিব বলেন,' এমন চিকন রাস্তায় যেখানে প্রাইভেটকার ঢুকে না সেখানে এতো বড় বাস কেমনে ঢুকানো হলো। বিশ্ববিদ্যালয় ম্যানেজম্যান্ট সম্পুর্ন রুপে গাফিলতি করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়া দরকার। '

প্রশাসন সুত্র জানায়, এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ,শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম আনোয়ারুল আলম। এদিকে, এ ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি রাকিবুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট  আরেকটি কমিটি গঠন করা হয়েছে।


গাজীপুরের সহকারী পুলিশ সুপার মো: আফজাল হোসেন খান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বহনকারী বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তদন্ত কমিটি হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে। "

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। '


যাযাদি/এসএস