শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
  ২৩ নভেম্বর ২০২৪, ১৭:০২
ছবি : যায়যায়দিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় পঞ্চগড়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সর্দারপাড়া নূরানী তা'লিমুল কুরআন হাফেজীয়া ও ক্বওমী মাদরাসায় হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাদরাসার পরিচালক মাওলানা মো. খতিবুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনটির সদস্যরা দোয়া মাহফিলে শরীক হন। মাদরাসার শিক্ষার্থী ও কুরআনের হাফেজরা অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে দু’হাত তুলে বিশেষ দোয়া প্রার্থনা করেন। দোয়া মাহফিল শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজকর্মী সাইফুল ইসলাম শান্তি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী হাসিনা সরকার গত ১৫ বছর ধরে বেগম খালেদা জিয়ার প্রতি অনেক অন্যায় ও নির্যাতন করেছে। তাঁকে অন্যায়ভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়ন ও নির্যাতনে বেগম খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী সফল প্রধানমন্ত্রী। উনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার প্রতি নিষ্ঠুর আচরণ করে ফ্যাসিবাদী আওয়ামী হাসিনা সরকার।

ফ্যাসিবাদ এখন বিদায় নিয়েছে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা চাই বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে আবার বাংলাদেশের নেতৃত্ব দিক, আবারও বাংলাদেশের জনগণের ভালোবাসার প্রধানমন্ত্রী হোক। এতিম বাচ্চা ও কুরআনের হাফেজদের সঙ্গে নিয়ে আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া প্রার্থনা করেছি। মহান আল্লাহ তায়ালা যেন বেগম খালেদা জিয়াকে দ্রæত সুস্থ করে দেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে