বান্দরবানের নাইক্ষংছড়িতে বৈধ কাগজ পত্র না থাকায় আট জন মটরবাইক ও জিপ গাড়ি চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময়ে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের থানার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন নাইক্ষংছড়ি উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
অভিযানে গাড়ির বৈধ কাগজ পত্র এবং রেজিস্ট্রেশন না থাকার দায়ে ছয়টি মটরবাইক ও দুইটি জিপ গাড়ি কে সর্বমোট ৪ হাজর ৫শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, এই অভিযান মূলত সকলকে সতর্ক করা। আগামীতে সকলে যেন বৈধ কাগজ পত্র নিয়ে গাড়ি চালায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
যাযাদি/ এম