ফুলবাড়ীতে হাজার হাজার মুছল্লীর ইমামতি করলেন মুফতি আমির হামজা
প্রকাশ | ২৩ নভেম্বর ২০২৪, ১৬:২০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাজার হাজার মুছল্লীর অংশগ্রহণের জুম্মার নামাজের ইমামতি করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় তাফসির কারক মুফতি আমির হামজা।
শুক্রবার ফুলবাড়ী উপজেলা সদরের উত্তর কুটিচন্দ্রখানা মোহরটারী হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বডিং ও এতিমখানা আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসির কারক হিসেবে দিনের বেলা তাফসির করতে এসে তিনি শুক্রবার হাজার হাজার মুছল্লীর অংশগ্রহণে জুম্মার নামাজের ইমামতি করেন।
মোহরটারী হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বডিং ও এতিমখানা সংলগ্ন একটি মাঠে জুম্মার নামাজ শেষে বিকেল ৩ টায় মুফতি আমির হামজা তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসির কারক হিসেবে তার দ্বীনি বক্তব্য পেশ করেন। এতে নারী পুরুষ মিলে ধর্মপ্রাণ লক্ষাধিক মুসলমানের উপস্থিতি ঘটেছে।
মুফতি আমির হামজা তার তাফসিরে মুসলমানদের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যথাযথভাবে আদায় করার উপর গুরাত্বরোপ করেন। যারা নামাজ নিয়মিত নামাজ আদায় করে তারা মুছল্লী। ফরজ নামাজ না আদায় করলে আল্লাহর নেক নজর ও রহমত তাদের উপর থাকবেনা।
এছাড়াও সুদ, ঘুষ ও মুনাফিক সম্পর্কেও তিনি গুরুত্বপূর্ণ তাফসির করেন। মুফতি আমির হামজা পদত্যাগী আওয়ামী লীগ সরকারের আমলে কারা নির্যাতিত থাকার বিভিন্ন নির্যাতনের ভয়াবহতা উপস্থিত লক্ষাধিক মুসলমানের সামনে তুলে ধরেন।
আলহাজ¦ আব্দুল জব্বারের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি এমদাদ আলী, ইসলামী বক্তা আব্দুল মোত্তালিবসহ অন্যান্য ইসলামী বক্তারা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোহরটারী হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বডিং ও এতিমখানা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য শাহীনুর রহমান শাহিন ও সাইদুল ইসলাম ও শিক্ষকরা।
যাযাদি/এসএস