‘ক্রীড়ার ঐতিহ্যে ফিরে আসুক বান্দরবান’ এ স্লোগানের মধ্য দিয়ে বান্দরবানে সাঙ্গু নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ এর আয়োজনে ও পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ১১ টি পুরুষ দল ও ৭ টি মহিলা দলসহ মোট ১৮ টি দল অংশ নেয়। এদিকে নৌকা বাইচ উপলক্ষে নানা এলাকা থেকে কয়েক হাজার মানুষ সাঙ্গু নদীর পাড়ে ভিড় জমাতে থাকেন এবং হাজারো মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।
বাইচ আয়োজক কমিটির সভাপতি আজহারুল ইসলাম বাবুল জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন হারিয়ে যেতে বসেছে। এ প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে এ অঞ্চলে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আসবে বলে আমরা আশা করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার মাহামুদুল হাসান পিএসসি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাউছারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নানা সম্প্রদায়ের নৃত্য পরিবেশন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান।
যাযাদি/এআর