ব্যারিস্টার শাহজাহান ওমরের গ্রেফতারের পর ঝালকাঠীতে উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে। ড. ফয়জুল হক সমর্থক গোষ্ঠী ও সাধারণ জনগণ এই ঘটনাকে "ন্যায়বিচারের প্রথম ধাপ" হিসেবে বর্ণনা করেছেন।
২০০৭ সালের সেনা সমর্থিত সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে শাহজাহান ওমর নির্বাচনে অংশ নিতে পারেননি। কিন্তু ২০২৪ সালের ৭ জানুয়ারি বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন। এমপি হওয়ার পর তিনি বলেছিলেন, "বরিশালের জনপদে শুধু নৌকার দল থাকবে, অন্য দলগুলো শেষ হয়ে যাবে।"
সম্প্রতি, ঝালকাঠীতে সরকারবিরোধী মনোভাবের প্রেক্ষাপটে তার হঠাৎ আগমন সাধারণ জনগণের মধ্যে উত্তেজনা তৈরি করে। ড. ফয়জুল হক সমর্থকরা তাকে রুখে দিয়ে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তিনি ঝালকাঠী জেলা কারাগারে রয়েছেন।
গতকাল ড. ফয়জুল হক সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রিয়াজ মাহমুদের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। নেতৃবৃন্দ শাহজাহান ওমরের বিরুদ্ধে দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং জিয়া পরিবার ও জাতির সঙ্গে বেঈমানির জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, শাহজাহান ওমরের রাজনৈতিক দ্বিচারিতা এবং বিতর্কিত কর্মকাণ্ড তাকে জনগণের কাছে অগ্রহণযোগ্য করে তুলেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এই গ্রেফতার নতুন একটি অধ্যায় সূচনা করবে বলে তাদের ধারণা।
যাযাদি/এস