রাজশাহীর বাঘায় আম বাগান থেকে আনিসুর রহমান নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) সকালে লোকমুখে খবর পেয়ে পুলিশ এই লাশ উদ্ধার করেন। মৃত আনিসুর রহমান (৪০) এর বাড়ি উপজেলার তুলশিপুর গ্রামে। তার পিতার নাম শামসুল হক বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, শনিবার সকাল ৬ টার দিকে বাঘা-মনিগ্রাম সড়কের মনিগ্রাম জমসেদ আলীর বাড়ির পেছনে বজলুল করিমের আম বাগানে একটি গলাকাটা লাশ দেখতে পাই ওই এলাকার কতিপয় লোকজন। এরপর তারা বাঘা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন । তবে আনিসুর কেন খুন হয়েছে ? তার রহস্য এখন পর্যন্ত জানা যায়নি।
আনিসুর রহমানের ভাই হাফিজ উদ্দিন জানান ,আমার ভাই একজন নিরিহ সৎ মানুষ। তিনি শুক্রবার সন্ধ্যায় মনিগ্রাম বাজারে ছিল। এরপর রাতে বাড়ি ফিরেনি। আমরা অনেক খুজেও তাকে পাইনি। হতে পারে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জের হিসাবে তাকে খুন করা হয়েছে। তবে ঘটনা তদন্তের সার্থে তাৎক্ষনিক তিনি কারো নাম বলতে রাজি হননি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দক জানান, লোক মুখে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। পোস্টমর্টেম রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। তবে তার আগে খুনের রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।
যাযাদি/এআর