বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনরত ১২ শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলার ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে এজাহারভুক্ত ও সন্দিগ্ধ তিন আসামিকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিভিন্ন টিম।
গত শুক্রবার বিকালে ফেনী মডেল থানা থেকে আসামীদেরকে ফেনীর আদালতে প্রেরণ করা হয়।
পুলিশের তথ্য মতে, গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সোনাগাজীর বাসিন্দা সামছুল হুদা খন্দকারের সন্তান আমজাদ হোসেন (৩০), ছাগলনাইয়া পৌরবাসিন্দা নিজাম উদ্দীন শিমুলের সন্তান রিফাস উদ্দিন তাসিব (২১) এবং সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বাসিন্দা মৃত আবদুল মালেক ভূঁইয়ার সন্তান আবুল খায়ের মিলন (৪২)।
আসামীদের আদালতে প্রেরণের বিষয় নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীদের ফেনীর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ছাত্র হত্যা মামলায় জড়িতদের ব্যাপারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
যাযাদি/এআর