সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূঁইয়াগাতী আঞ্চলিক শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় উপজেলার ভুঁইয়াগাতী আঞ্চলিক শাখা অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূঁইয়াগাতী আঞ্চলিক শাখার সভাপতি রহুল আমিন জিহাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাসির উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা আমির মো: আলী মর্তুজা, সলঙ্গা থানা আমির মো: হোসাইন আলী, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির আবুল কালাম বিশ্বাস, সলঙ্গা থানা সেক্রেটারি রাশিদুল ইসলাম শহীদ, ঘুড়কা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হেদায়েতুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তৎকালীন জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিলো এবং আমাদের নেতা কর্মীদের শুন্য করতে চেয়েছিলো। সে দিন ঢাকা পল্টন ট্রাজেডি সহ সাড়া দেশে প্রায় দেড় হাজার জামায়াত শিবিরের নেতাকর্মী ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে পারে সেই জন্য আমাদের অতন্দ্র পহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে। সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
আলোচনা শেষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুর কাফেলা ও অভিযান শিল্পী গোষ্ঠীর শিল্পী বৃন্দরা ইসলামিক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার শত-শত মানুষ অংশগ্রহণ করেন।
যাযাদি/এআর