চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ২০:৪২

চট্টগ্রাম ব্যুরো
ছবি: যায়যায়দিন

মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ম্যাগাজিন, সঙ্গে ৭ রাউন্ড গুলিসহ তিন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২২ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন।
 
গ্রেপ্তাররা হলেন-মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন পেশাদার অস্ত্র কারবারি। তারা বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে বিদেশি অস্ত্র এনে সেগুলো চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, পুলিশ চান্দগাঁও টেকবাজারে একটি বাসায় পেশাদার অস্ত্র কারবারিদের বিষয়ে গোপন তথ্য পায়। পরে পুলিশের একটি টিম গতকাল রাত সাড়ে ৩টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি ৭ দশমিক ৬৫ এমএম একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করে।

ওসি আফতাব বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

যাযাদি/এসএস