শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২২ নভেম্বর ২০২৪, ২০:১৯
ছবি: যায়যায়দিন

কুড়িগ্রামের উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এন. এস. আমিন রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে জারুল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, নদী বিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য নাহিদ হাসান নলেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের উপদেষ্টা মজিবুর রহমান, উপ-পরিচালক যতীন্দ্রনাথ বর্মন প্রমুখ। এ সময় স্কুলের উপ-পরিচালক কামাল ইদ্রিস আমিন, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন রুইলি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

পরে ২'শ ৮৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। বিকেলে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে