শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

হালিশহর থানা জামায়াতের যুব সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো
  ২২ নভেম্বর ২০২৪, ১৯:৫৬
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) হালিশহর থানার উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ নভেম্বর) সকালে ইডেন প্যালেস কমিউনিটি সেন্টারে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

হালিশহর থানা জামায়াতে আমির ফখরে জাহান সিরাজী সবুজের সভাপতিত্বে ও যুব বিভাগের সেক্রেটারি বেলাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, গত ১৭ বছর জামায়াতের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। যা বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এ গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্র সংস্কার ও বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ তাই তাদের সঠিক পথে চলার দিক নির্দেশনা দেন। এছাড়াও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশ দারসুল কুরআন পেশ করেন নন্দন হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা লোকমান হাকিম।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ১১ নম্বর ওয়ার্ড আমির আবুল কালাম আজাদ, ২৫ নম্বর ওয়ার্ড আমির ডা. শাহাদাত হোসেন, ২৬ নম্বর ওয়ার্ড আমির ইঞ্জিনিয়ার মনজুরুল হক, এবিএম সুলাইমান, মাওলানা আহমদ শফি, ক্বারী নজরুল ইসলাম, আবুল হাসান, মিজানুর রহমান প্রমুখ।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে