বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ১৯:৪৩

বরুড়া প্রতিনিধি
ফাইল ছবি

কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়'র এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক এর স্বাক্ষরিত স্মারক অনুযায়ী প্যাডে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত স্মারকে বলা হয় উপযুক্ত বিষয়ের আলোকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে  বিদ্যালয়ের জন্য কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা  বোর্ড বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ (১০)দ্বারা অনুসারে নিচে উল্লেখিত ব্যক্তিগনের সমন্বয়ে এ স্মারক ইস্যু ১৭-১১-২০২৪ তারিখ হতে আগামী ছয় মাসের জন্য সভাপতি এর মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেওয়া হলো।

কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত এডহক কমিটির সভাপতি বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, পদাধিকার বলে সদস্যসচিব প্রধান শিক্ষক মোহাম্মদ মেধাদ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ যোবায়ের হোসেন, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোঃ ইলিয়াছ আহম্মেদ এর নাম ঘোষণা করে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এডহক কমিটির মেয়াদ এর মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ দেওয়া হয়।

যাযাদি/এআর