ফেনীর পরশুরামে ৭২ বস্তা শাড়ী ও থ্রি পীস জব্দ করেছে যৌথ বাহিনী

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ১৯:৩৯

ফেনী প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফেনীর পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় উদ্ধার করেছে যৌথবাহিনী। শুক্রবার  ২২ নভেম্বর  বিকেলের দিকে ভারতীয় শাড়ি থ্রি পীস জব্দ করা হয়েছে।


গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সীমান্ত থেকে কাভার্ডভ্যান ভর্তি করে ফেনী আনার পথে পরশুরাম চৌমুড়িতে ৭২ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রি-পিস আটক করা হয়।

যৌথবাহিনী দেখে কাভার্ডভ্যান চালক গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এসময় কাভার্ডভ্যান তল্লাশি করে আনুমানিক ৫৭ লাখ টাকার ৭২ বস্তা ভারতীয় শাড়ি, থ্রি পীস  জব্দ করা হয়।

পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহমদ ভারতীয় মালগুলো আটকের সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান।


যাযাদি/এসএস