বরিশালের বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি, বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ইউনুস খানের ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে বাকেরগঞ্জ বিএনপি কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি (দ:) আহবায়ক, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ আবুল হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল আহসান জুয়েল,মিজানুর রহমান চুন্নু, কামরুজ্জামান মিজান মিয়া, জাহাঙ্গীর আলম দুলাল।
এছাড়া আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন শাহিন,কাজী শাহ আলম,গাজী হুমায়ুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির হাওলাদার, মাইনুল খান, জামাল হোসেন বিপ্লব,শেখ রিমন, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন,সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন , যুবদল নেতা আতাউর রহমান রোমান।
বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি সাদ্দাম হোসেন অপু, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আ: খালেক হাওলাদার, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব জসিম হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইউনুস খান ছিলেন একটি আদর্শ ও তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান, আমারা আজকে তার ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকলে সফত নিতে চাই অধ্যক্ষ্য ইউনুস খানের আদর্শ বুকে ধারণ করে তার অসমাপ্ত কাজ শেষ করে আগামী প্রজন্মের বাসযোগ্য সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সুখী সমৃদ্ধ বাকেরগঞ্জ উপজেলা গড়ে তুলবো। সভা শেষে আগতদের মধ্যে তদারক বিতরণ করা হয়।
যাযাদি/এআর