চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মানুষকে বইমুখী করা ও সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কিশোর-তরুণদের নিয়ে বই আড্ডা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের পূর্ব সারিকাইত সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিষয়ক সংগঠন বইচিন্তার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জুলাই-আগস্ট বিপ্লবের সকল বীর শহীদদের স্মরণ করা হয়।
বই আড্ডায় অংশগ্রহণকারীরা পছন্দের বই থেকে কিছু অংশ পাঠ করে এবং পঠিত অংশ থেকে শিক্ষণীয় বিষয় নিয়েও আলোকপাত করা হয়।
তরুণদের হাতে গড়ে ওটা এ সংগঠন বই ছাড়াও রক্তদান, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।
বই আড্ডায় অংশগ্রহণকারী হাসনাথ রুবাই বলেন, 'মানুষকে বইমুখী করতে বইচিন্তা'র বই আড্ডা সত্যিই চমৎকার আয়োজন। আজকে বইপাঠ করে অনেক ভালো লাগলো এবং অন্যদের বইপাঠ শুনে অনেক কিছু শিখলাম। এমন কার্যক্রম নিয়মিত হোক।'
কলেজ শিক্ষার্থী সালমান রিজভী বলেন, 'বই বিষয়ক সংগঠন বইচিন্তার আজকের আয়োজন বই পাঠের অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের বইমুখী করা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে বইচিন্তার কার্যক্রম অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।'
বইচিন্তা'র চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈম বলেন, 'মানুষকে বইমুখী করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বই বিষয়ক সংগঠন বইচিন্তা কাজ করছে। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি স্তরের মানুষ জ্ঞানের আলোয় উজ্জীবিত হবে এবং আলোকিত হবে সমাজ ও মাতৃভূমি বাংলাদেশ।'
উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জুন 'বইচিন্তা' নামে ফেসবুক পেইজ ও গ্রুপ খোলা হয়, (৬ আগস্ট'২২) বইচিন্তা'র উদ্যোগে বই ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা করা হয়, (২৩ সেপ্টেম্বর'২২) সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে "বইচিন্তা হাসপাতাল পাঠাগার" স্থাপন করা হয়, (১ ফেব্রুয়ারি'২০২৩) বইচিন্তা সহ মোট ৩টা সংগঠনের সমন্বয়ে সন্দ্বীপের স্কুল-কলেজে মাসব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়, (১ ফেব্রুয়ারি ২০২৪) ভাষা শহীদদের আত্মত্যাগের সম্মানে, সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও যথাযথ মর্যাদা রক্ষার্থে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'ভাষার প্রতি সম্মান' শীর্ষক সচেতনতামুলক অনলাইন ক্যাম্পেইন করা হয়।
যাযাদি/এসএস