শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করলেন রেলওয়ে উপদেষ্টা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ২২ নভেম্বর ২০২৪, ১৬:৫৫
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করলেন বাংলাদেশ রেলওয়ের মাননীয় উপদেষ্টা মোহাম্মাদ ফাওজুল কবির খান। শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় তিনি পার্বতীপুরের কেন্দ্রীয় লোকমোটিভ কারখানার ( কেলোকা) পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কারখানা এলাকায় একটি আম গাছের চারা রোপণ করেন। এক পর্যায়ে তিনি পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় মোঃ ফাহিমুল ইসলাম রেল সচিব, মোঃ মামুনুল হক জিএম (পশ্চিম) রেলওয়ে,আহমেদ মাহবুব চৌধুরী অতিরিক্ত মহা পরিচালক (রেল),মোঃ রফিকুল ইসলাম জেলা প্রশাসক দিনাজপুর,মোঃ আমিনুল হাসান রেলওয়ের যুগ্ন মহা-পরিচালক (লোকো), মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান নির্বাহী (সিইএক্স) কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা,মোঃ জহিরুল হক রেলওয়ের চীফ কমানন্ডেন্ট (পশ্চিম),ফাতেমা খাতুন উপজেলা নির্বাহী অফিসার,পার্বতীপুর,খালেদ বিন মনসুর সহকারী কমিশনার(ভুমি),পার্বতীপুর,প্রমুখ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে