শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মান্দায় জমিসংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষের সংঘর্ষ; আহত ১৫

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ২২ নভেম্বর ২০২৪, ১৬:৪৮
ছবি: যায়যায়দিন

নওগাঁর মান্দায় জমিসংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়নের দেউল গ্রামের (ঠাকুরমান্দা বিল সংলগ্ন বটতলী মোড় এলাকায়) বিবাদমান জমিতে এ ঘটনা ঘটে।

এঘটনায় প্রতিকার চেয়ে উভয় পক্ষের লোকজন আইনের আশ্রয় নিয়েছেন।

জানা গেছে, দেউল মৌজার সাবেক জে.এল নং ২৩৬,হাল জে.এল নং ১৪৫, সি.এস ১০০ ও হাল ১২৮ নং খতিয়ানের ৪৪৪ দাগের ৩৬ শতাংশ জমি নিয়ে দূর্গাপুর গ্রামের মৃত মুনির উদ্দিন মন্ডলের ছেলে আনিছার রহমান গং এবং দেউল গ্রামের মৃত নইমুদ্দিন সরদারের ছেলে নাসির উদ্দিন সরদার গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৬ নভেম্বর (শনিবার) সকালে বিবাদমান জমিতে রসুন,পেঁয়াজ ও আলু চাষাবাদ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে আনিছার, কাওছার, মাহফুজ, গোলেনুর, শামসুন্নাহার, জরিনা, কাজল, কহিনুর, বিলকিস,নাদিরা,হাসিনা,নাসির উদ্দিন,ইসমাইল হোসেন সরদার,নাফিউর রহমান এবং জাহিদ হাসানসহ ১৫ জন আহত হয়েছেন।

এদের মধ্যে গোলেনুর,শামসুন্নাহার ও জরিনা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আর নাসির উদ্দিন এবং ইসমাইলসহ ৩ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। অপরদিকে,আনিছার,কাওছার,মাহফুজ, কাজল ও কহিনুর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন।

মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, এ ঘটনায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে