কুমিল্লার মনোহরগঞ্জে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো একটি ট্রেণিংকার।
বৃস্পতিবার মধ্যরাতে উপজেলার উত্তরহাওলা ইউপির ইন্দ্রি গ্রামে জসিম উদ্দিনের বাড়ির সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
গাড়ির মালিক জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে বারোটার দিকে বাড়ির সামনে রাস্তায় গাড়িটি লক করে ঘুমাতে যান তিনি। রাত প্রয় দেড়টার দিকে ঐ বাড়ির জনৈক মহিলা প্রকৃতি ডাকে সাড়া দিতে উঠেন, সে সময় গাড়িটিতে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এর আগেই আগুনের লেলিহান শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়লে ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় ঢাকা মেট্রো-ক-০২২৪৮৯ গাড়িটি। জসিম উদ্দিন জানান, আগুন নেভানোর প্রাণপন চেষ্টায়ও রক্ষা হয়নি একমাত্র উপার্জনের সম্বল এ ট্রেণিং কারটি। চোখের সামনে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। স্থানীয় এনজিও থেকে লোন নিয়ে গাড়িটি কেনার কথা জানান তিনি। মাস শেষে গাড়ি থেকে উপার্জিত আয় দিয়েই চলে তার সংসার, পরিশোধ করা হয় গাড়ির কিস্তির টাকা। রোজগারের একমাত্র সম্বল কারটি পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। অশ্রæশিক্ত নয়নে প্রতিবেদককে কথাগুলো বলছিলেন ক্ষতিগ্রস্থ জসিম উদ্দিন। এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।
যাযাদি/এসএস