দামুড়হুদার কুড়ুলগাছিতে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ১৬:৩৩
দামুড়হুদার কুড়ুলগাছিতে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুড়ুলগাছি নাগরিক কমিটির আয়োজনে "নাগরিক স্বাস্থ্য " সেবার আওতায় গরীব ও অসহায় নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার( ২২ নভেম্বর) সকাল ৯ থেকে বিকাল ৪টা পর্যন্ত দামুড়হুদার কুড়ুলগাছি বাজারে চেয়ারম্যান মার্কেট প্রাঙ্গণে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে প্রায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়।
এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা কুড়ুলগাছি গ্রামের বাগানপাড়ার ফাতেমা (৬০) বলেন, কুড়ুলগাছিতে এই প্রথম ফ্রি মেডিক্যল ক্যাম্প একটি মহতি উদ্যোগ । এখানে অনেক অসহায় নারী-পুরুষ বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। প্রতি ৬ মাস পর পর যদি একবার ফ্রি চিকিৎসার ব্যাবস্থা করে তাহলে এলাকার গরীব মানুষের অনেক উপকৃত হবে।
কুড়ুলগাছি বাজার পাড়ার চিকিৎসা নিতে আসা হালিম মিয়া (৬৫) বলেন ,আমার কোমরে সমসা আমি বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুবই খুশি হয়েছি।
ডা: আকরাম হোসেন ও ডা: রফিকুল ইসলাম, ডা: পিয়াস এবং ডা: আনোয়ার হোসেস ছুটি বলেন ,আমরা কুড়ুলগাছি সন্তান। এখানে যে সব রোগী চিকিৎসা নিতে এসেছে তাদের বিভিন্ন রোগের এবং যে কোন সমস্যা,ঘাড়, কোমর ও হাটুর যে কোন ধরনের জটিল সমস্যার সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিয়েছি।
এবিষয়ে কুড়ুলগাছির নাগরিক কমিটির পরিচালক আব্দুস সালাম বলেন, প্রতি রোগী বাবদ প্রায় ৫০০ টাকা ওষুধ বিতরণ করেছি। আমাদের কমিটির ইচ্ছা নিয়মিত কি ভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প করা যায় সেটাই আমাদের চিন্তা ভাবনা। এসময় সেচ্ছাসেবক ও নাগরিক কমিটির সদস্য শাহিন আলম, রানা, জিছান, সুজন, জীবন, লিটন, জগো, জিহাদ, রহিম, সান, প্রান্ত, আলিফ, উবাইদুল, কহিনুর খাতুন, মুস্তাফিজুর রহমান।
যাযাদি/এসএস