মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

দীর্ঘ সতের বছর পরে চাঙ্গা হচ্ছে নেছারাবাদ বিএনপি

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি
  ২২ নভেম্বর ২০২৪, ১৬:৩৫
ছবি: যায়যায়দিন

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে নেছারাবাদ বিএনপি ও সহযোগী সংগঠন।

নেছারাবাদ উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সাংগঠনিক কার্যক্রম, যেখানে নেতাকর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবমিলিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও চাঙ্গাভাব বিরাজ করছে।

রাজনৈতিক সূত্রে জানাগেছে, পিরোজপুর-২ আসনের নেছারাবাদ উপজেলা বিএনপি ভোট ব্যাংকের ঘাটি হিসেবে পরিচিত। যথাযথ নেতৃত্ব,দলীয় অভ্যন্তরিন কোন্দল এবং নেতৃত্ব সংকটে এক পতাকাতলে হচ্ছিলনা উপজেলার তৃনমুল নেতাকর্মীরা। এমনকি দলের র্দুদিনে মামলা হামলায় নির্যাতিত কর্মীদের খোজ রাখেনি সুবিধাবাদি নেতারা। ৫ আগষ্টে শেখ হাসিনা সরকার পতনের উপজেলা বিএনপির নির্যাতিত সেসব নেতাকর্মীদের এক পতাকাতলে আনতে জোড় চেষ্টা চালান মো.মাহামুদ হোসেন। তার নেতৃত্বে কাধে কাধ মিলিয়ে জোট হয়েছেন নেতা-কর্মীরা। মাহামুদ হোসেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি। তিনি পিরোজপুর-২ (ভান্ডারিয়া,কাউখালি,নেছারাবাদ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি। উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মীরা জানান, মাহামুদ হাসানের শক্ত নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছেন দলের অবহেলিত নেতা-কর্মীরা। তাদের দাবি আসনটি বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত রয়েছে। নেতৃত্বে কোন্দল সহ নানান অভ্যন্তরীন কিছু ঝামেলার কারনে বার বার আসনটি আওয়ামীলীগের হাতে চলে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে মাহামুদ হাসান দল থেকে মনোনয়ন পেলে এ আসন বিএনপির হাতে চলে আসবে।

এ বিষয়ে মাহামুদ হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমরা চাই জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যা দলের বদনাম নিয়ে আসে। আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে। ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই এই দেশে হবে না। আমরা নতুন নেতৃত্ব পেয়েছি। দলকে সুসংহত করতে উপজেলা ও পৌরসভা পর্যায়ে নতুন করে নেতৃত্ব গঠন করা হবে। আগামীর দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে