টঙ্গী সাব-রেজিস্ট্রার ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ১৬:৩১

টঙ্গী প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে।  ব্যাপক জনপ্রিয়তা নিয়ে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও মুরাদ হোসেন বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে বিরতিহীন ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । ভোট গ্রহন শেষে রাত ৭ ঘটিকার সময় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এসময় নির্বাচন কমিশন ও আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন আহবায়ক মফিজ উদ্দিন, সদস্য সচিব জয়নাল আবেদীন।

১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠিত সংগঠনে ২১৬ জন ভোটারের মধ্য ২১৪ জন ভোট প্রদান করেন। মোট  ১৪টি পদে ৩২ জন প্রতিদ্বন্দিতা করেছেন। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ১৬১ ভোট, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ১৪৪ ভোট, হোসেন আহমেদ ১৩৭ ভোট, সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল ১৫২ ভোট, সহ সাধারণ সম্পাদক   জাহিদ হাসান স্বপন ১৭৪ ভোট, মোঃ এনামুল সরকার ১২৫ ভোট, সাংগঠনিক মোঃ নুরল ইসলাম  ১১২ ভোট, অর্থ সম্পাদক  আব্দুল্লাহ আল মামুন ১৫০ ভোট, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম  ১০২ ভোট,ক্রীড়াও সাংস্কৃতিক  সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ১১৯ ভোট,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ ওয়াদুদ হোসেন ১০৮ ভোট,প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন  ১২৬ ভোট, সদস্য  আল আমিন মিয়া ১৫৪ ভোট, কে.এম. নজিবুল্লাহ  ১৩৮ ভোট, ফারুক হোসেন ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রে উপস্থিত হয়েনির্বাচন পরিদর্শনে এসে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হাওলাদার  বলেন,নির্বাচনকে কেন্দ্র করে দলিল লেখক ও ভেন্ডারদের মাঝে উৎসাহ, আনন্দ দেখে খুবি ভালো লাগছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ বিরাজমান রয়েছে। এবারের নির্বাচন অন্ত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে টঙ্গী সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে। নির্বাচিত সকলকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

যাযাদি/এসএস