চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার উপজেলা প্রশাসনের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন হার পাওয়ার: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের অধীনে চলমান ৪টি ব্যাচের ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।
ফুলকুঁড়ি ইসলামিক একাডেমীতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুন, প্রধান শিক্ষক মোহা: আব্দুল আহাদ, আইসিটি অধিদপ্তরের উপজেলা আইসিটি অফিসার মো: নাজমুল হক, জেলা কার্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আতিয়া হাবীবা প্রমুখ।
৬ মাসব্যাপী প্রশিক্ষণে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে বেকার নারীদের কর্মসংস্থান, ঘরে বসে ফ্রিল্যান্সিং এর সুযোগ সৃষ্টিতে উক্ত প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আগত অতিথিরা।
যাযাদি/এআর