নড়াইলে ৮ দলীয় অনূর্ধ্ব-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ১৫:১৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১৫:১৯
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরের তারুণ্য উৎসব- ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ৮ দলীয় অনূর্ধ্ব-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯ টায় বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৮ দলীয় এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। ক্রীড়া সাংবাদিক আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক শামীম সিকদার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মিলন কুমার ঘোষ, সহকারী সম্পাদক মোঃ হেমায়েতুল হক হিমু প্রমূখ।
এসময় অংশগ্রহনকারী দলের টিম ম্যানেজার, দলনেতা ও ক্রিকেট অনুরাগীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব, একুশে ক্রিকেট একাডেমী, বেসিক ক্রিকেট ক্লিনিক, সুমন ক্রিকেট একাডেমী, ইয়াং স্টার, একুশে ক্রীড়া চক্র, নড়াইল ক্রিকেট একাডেমী, লোহাগড়া ক্রিকেট একাডেমীর শতাধিক ক্ষুদে খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নেন। উদ্বোধনী খেলায় একুশে ক্রিকেট একাডেমীকে বেসিক ক্রিকেট ক্লিনিক ৫ উইকেটে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস বলেন, আমরা এক সময় একটা টেপ টেনিস বল ও ব্যাট কিনতে গেলে চাঁদা তুলে তারপর কিনতাম, কিন্তু সরকার বর্তমানে ক্রীড়া অফিস, ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় অজপাড়া গাঁয়ের খেলোয়াড়দের পুর্ণাঙ্গ খেলোয়াড় হিসাবে তৈরী করে জাতীয় পর্যায়ে খেলাধুলার মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করছে।
যাযাদি/এআর