নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ৬ কেজি গাঁজাসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদেরকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অপর দিকে সেনাবাহিনীর একটি টিম ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার জালাকান্দি কবরস্থান এলাকা থেকে আবুল কাশেম (৩৫) নামে এক কুখ্যাত ডাকাতকে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র সহ আটক করে কবে বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানায় সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ভৈরবের কালিপুর এলাকার বারেকের স্ত্রী পান্না বেগম (৫০)। তিনি সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার সোহেলের বাড়ির ভাড়াটিয়া। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। অপরজন হচ্ছেন বি-বাড়িয়া জেলার আখাউড়া সদর এলাকার রহিচ আলীর স্ত্রী শামসুন্নাহার (২৮)। তার কাছ থেকেও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
অপরদিকে গত বুধবার দিবাগত রাতে উপজেলার ঢাকা টু বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দি কবরস্থান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মোঃ আবুল কাশেম (৩৫) নামে এক কুখ্যাত ডাকাতকে একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি সহ আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর একটি টিম। পরে সেনাবাহিনী ডাকাত আবুল কাশেমের দেয়া তথ্য অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত আরো কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তাদের সকলকে শুক্রবার পৃথক পৃথক মামলায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান ।
যাযাদি/এআর