শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

রামগতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান প্রকল্পের প্রস্তুতি সভা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  ২২ নভেম্বর ২০২৪, ১৪:৫৩
ছবি: যায়যায়দিন

লক্ষ্মীপুরের রামগতিতে বিগত আগস্ট -সেপ্টেম্বরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান প্রকল্পের কার্যক্রম ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুর উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, কারিতাস বাংলাদেশ ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রূপাঞ্জলী কর, সমবায় অফিসার মোঃ ওমর ফারুক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্য সাংবাদিক, সামাজিক ব্যাক্তিবর্গসহ কারিতাস কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসময় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে প্রজেক্ট কো-অর্ডিনেটর হুমায়ুন কবির বলেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল গুলোতে নিন্ম আয়ের মানুষকে আন্তর্জাতিক সংস্থা ক্যাথলিক রিলিফ (সিআরএস) অর্থায়নে লক্ষ্মীপুর সহ তিনটি জেলায় কার্যক্রম শুরু করে। প্রথম ধাপে রামগতির ক্ষতিগ্রস্ত দুটি ইউনিয়নের ৫২০ পরিবার কে বহুমুখি অর্থ সহায়তা ৬ হাজার টাকা করে প্রদান করা হবে। কারিতাস বাংলাদেশ সহায়তার টাকা মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে দেওয়া হবে। তিনি আরো বলেন কারিতাস বাংলাদেশ শুরু থেকে বন্যার্তদে মাঝে কাজ করে আসছে। তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রান- সামগ্রী বিতরণ রান্না করা খাবার মানসম্মত স্যানিটেশন ব্যাবস্থাসহ প্রকল্পের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান কারিতাস বাংলাদেশ একটি মানবিক ও স্বচ্ছ প্রতিষ্ঠান তারা যে কোন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের ও অন্যান্য মানবিক কাজে মানুষের জরুরি জীবন রক্ষার কাজে সহায়তা নিয়ে পাশে দাড়ায়। তাদের মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। সাম্প্রতিক বন্যায় চর পোড়াগাছা ও চর বাদাম ইউনিয়নে সবচেয়ে ক্ষতি হয়। ইউনিয়ন দ্বয়ের ট্যাগ অফিসার ইউপি সদস্য ও সামাজিক ব্যাক্তিদের সহায়তায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাছাই করে সহায়তা প্রদানের আহবান জানান।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে