শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

লড়ি-মোটরসাইকেলের সংঘর্ষে ঠিকাদার-রাজমিস্ত্রী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৪, ২২:৪৩
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শ্রীপুর -কাপাসিয়া আঞ্চলিক সড়কের লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরে পন্য বোঝাই লড়ির সঙ্গে সংঘর্ষে মোটারসাইকেলে থাকা এক বিল্ডিং ঠিকাদার ও এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শ্রীপুর -কাপাসিয়া আঞ্চলিক সড়কের লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঠিকাদার এনামুল হক সরকার (৪৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে। নিহত অপরজন রাজ মিস্ত্রির পরিচয় পাওয়া যায়নি। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষনিক ভাবে আহতদের নামপরিচয় জানা সম্ভব হয়নি ।

স্থানীয় লোকজন জানান, কাপাসিয়ার একটি স্থানে নির্মাণ কাজ শেষে এক মোটরসাইকেলে ৪জন গোসিংগার দিকে যাচ্ছিলেন। তারা লাতিফপুর গ্রামের ইটখলার কাছে পৌছালে বিপরীত দিক থেকে একটি পণ্য বোঝাই লড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনামুল হক সরকারের মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে থাকা অপর তিন জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে মারা যান রাজমিস্ত্রী। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার এস আই শামীম আল মামুন বলেন, ‘এক মোটর সাইকেলে চারজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় একজন নিহত ও ৩জন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়।"

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল যায়যায়দিনকে বলেন,' খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত একজন আমাদের থানার মসজিদের মুয়াজ্জিনের ভাই। আমি উনার বাড়িতে এসেছি। শুনেছি অপরজন রাস্তায় মারা গেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে