মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর তীরবর্তী জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় টাক্টর ও খননযন্ত্রসহ ১৪টি যানবাহন জব্দ করা হয়েছে। আর এই অপরাধের সাথে জড়িত থাকায় দুলাল আকন্দ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মনু নদীর তীরবর্তী আশ্রয়গ্রামে জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ১৩টি ট্রাক্টর এবং ১টি খননযন্ত্র (এস্কেভেটর) জব্দ করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুলাল আকন্দকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন জানান, সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় দুলাল আকন্দকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ১৩টি ট্রাক্টর ও ১টি খননযন্ত্র জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে কুলাউড়া থানাপুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
যাযাদি/ এম