পাঁচবিবিতে সিআইডি কর্তৃক ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেফতার ১

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ১৯:৪৬

যাযাদি ডেস্ক
ছবি : যায়যায়দিন

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে আরাফাত হোসেন (১৯) নামের এক তরুনের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ। নিহত আরাফাত হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন বাওনা গ্রামের মিনহাজুল ইসলামের সন্তান, পেশায় অটোভ্যান চালক। 

নিহত আরাফাত হোসেন-এর পিতা মিনহাজুল ইসলাম জানান গত ০৯/১১/২০২৪ খ্রি. তারিখ বিকাল অনুমান ৫ ঘটিকার সময় তার ছেলে আরাফাত হোসেন ভাড়ায় ব্যাটারীচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত্রি অনুমান ০৯.৩০ ঘটিকা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় ছেলের সংগে মোবাইলে যোগাযোগ করলে সে বাড়িতে আসছে বলে জানায়। একই তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকা পর্যন্ত ছেলে বাড়িতে ফিরে না আসায় পুনরায় মোবাইলে কলদিলে ফোন রিসিভ হলেও কোন কথা হয় নাই এবং ছেলে বাড়িতে আসে নাই।

গত ১০/১১/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় লোকজনের মাধ্যমে জানতে পারে পাঁচবিবি থানাধীন মোলান গ্রামে জনৈক মোঃ আজিমুদ্দিন এর ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং লাশটি তার ছেলে আরাফাত হোসেনের মর্মে সনাক্ত করেন। এই সংক্রান্তে নিহতের বাবা মিনহাজুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলা নং- ১২, তারিখ-১০/১১/২০২৪ খ্রি. ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। 

পত্রিকার মাধ্যমে দৃষ্টিগোচর হওয়ায় সিআইডির এলআইসি শাখা মামলাটির ছায়াতদন্ত শুরু করে এবং স্থানীয়ভাবে তদন্তসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের সহিত জড়িত আসামিদের সনাক্ত করতঃ আসামি (১) মোঃ সাদা মিয়া @ শাহাদত হোসেন(৫২), পিং- মোঃ নুরুল ইসলাম, মাতা- মোছাঃ শেফালী বেগম, গ্রাম- ইটাই পূর্ব পাড়া, ইউপি- আলিহাট,  ডাকঘর- মনসাপুর, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুরকে সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রোঃ এর সহায়তায় চট্টগ্রাম জেলার মিরেরশ্বরাই থানা এলাকা হতে গত ২০-১১-২০২৪ খ্রি. ভোর রাতে গ্রেফতার করা হয়। অদ্য আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আসামি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলাটি সিআইডি জয়পুরহাট জেলা  তদন্ত করছে।

যাযাদি/ এম