আনোয়ারায় ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার ৬
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ১৯:৩৫
চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতি কালে কোস্টগার্ড ইঞ্জিল চালিত বোট ও ডাকাতির সরঞ্জাম সহ ৬জনকে গ্রেফতার করেছে।
বুধবার বিকেলে আনোয়ারা উপজেলা খোদ্দগহিরা এলাকার সাঙ্গু নদীর মোহনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদেরকে কোস্টগার্ড কর্তৃক পুলিশের নিকট হস্তান্তর করা হয়। থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদেরকে কোটে পাঠিয়েছে।
জানা যায়, বুধবার বিকেলে আনোয়ারা উপজেলার খোদ্দগহিরা এলাকার বাসিন্দা কতিপয় ব্যক্তি ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত কোস্টগার্ডের একটি প্রতিনিধি দল খবর পেয়ে অভিযান চালায়। অভিযানে ইঞ্জিল চালিত বোট ও ডাকাতির সরঞ্জামসহ ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
রাতে গ্রেফতারকৃতদেরকে আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ সাগর (২১), তানভীর রহমান জিসান(২৩), মোঃ হোসেন (২৮), মো :রাকিব(২৩), মোহাম্মদ সাঈদ(২১) শাহাদাত হোসেন (৩২)। আনোয়ারা সাঙ্গু কোট কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ অনিমেষ রায় বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে থানায় মামলার দায়ের করেছে।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানায় কোস্টগার্ড কর্তৃক গ্রেফতারকৃত ছয়জনকে কোটে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য পুলিশ খতিয়ে দেখছে।
যাযাদি/ এম