রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে তারুণ্যনির্ভর উন্নত,সমৃদ্ধ,বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক  মতবিনিময় সভা 

স্টাফ রিপোর্টার,নড়াইল
  ২১ নভেম্বর ২০২৪, ১৯:১২
ছবি : যায়যায়দিন

নড়াইলে তারুণ্যনির্ভর উন্নত,সমৃদ্ধ,বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের আব্দুল হাই সিটি কলেজ নড়াইলের হল রুমে জেলা তথ্য অফিস নড়াইলের আয়োজনে মতবিনিময় সভায় সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মল্লিক সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ রুস্তম আলী ও ধারণাপত্র পাঠ করেন সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিল্পী সরকার।

এ সময় সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব মোল্যার সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর গালিব মাহমুদ পাশা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নুসরাত জাহান,সদস্য সচীব মোঃ সাফয়েত উল্লাহ, সমন্বয়ক রাফায়েতুল হক তমাল,যায়যায়দিনের সাংবাদিক নড়াইল প্রেসক্লাবের সদস্য মোঃ আল আমিন,নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিযুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মৌসুমী মজুমদার, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন সহ প্রমুখ।

বক্তারা তারুণ্যনির্ভর উন্নত,সমৃদ্ধ,বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে সকল তরুণ্যদের এগিয়ে আসার আহ্নবান জানান।

যাযাদি/এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে