পূর্বধলায় ওজন স্কেল টোল প্লাজায় দুর্নীতি করায় আটক ৩
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ১৮:৪৪
নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া আনসার ব্যাটালিয়ান ক্যাম্পের পাশে স্থাপিত ওজন স্কেল টোল প্লাজায় দুর্নীতি করার সময় ৩জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
গত বুধবার (২০ নভেম্বর) রাতে দুর্গাপুর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিন রওশন এর নেতৃত্বে টহল চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ওজন স্কেল এর অফিসে তল্লাশী চালিয়ে নগদ ৬১ হাজার ৬৫টাকা, কিছু পরিমান গাঁজা, একটি ল্যাপটপ, ৬টি মোবাইল ও একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ২১৭৩৯৯), জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মো: আলমগীর কবির পিতা: আব্দুর রশিদ বেপারী, মো: তানভীর হোসেন পিতা নুর মোহাম্মদ, মোঃ আনোয়ার হোসেন, পিতা নূর মোহাম্মদ। তাদের ঠিকানা ঢাকার বিভিন্ন এলাকায়।
সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানায়, শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার জারিয়া আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের পাশে স্থাপিত ওজন স্কেল টোল প্লাজা থেকে বিভিন্ন সময় অনিয়মভাবে ড্রাইভারদের কাছ থেকে অতিরিক্ত টাকা তোলে আত্মসাত করে আসছিল। তারা প্রভাবশালীদের ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন সময়ে গাড়ীর ড্রাইভারদেরকে অব্যাহতভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং অতিরিক্ত মালামাল বহনকারী প্রতি ট্রাক এবং বালুর গাড়ি থেকে ১৬০০টাকা করে প্রতি দিন চাঁদা উঠায়। এমন অভিযোগে গত বুধবার রাতে ওই টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করে পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ক্যাপ্টেন সাজিদ বিন রওশন জানান, ওই অভিযানে ওজন স্কেল টোল প্লাজায় অনিয়মে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয় এবং অন্যান্য উপকরণ জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে পূর্বধলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, যেকোন ধরনের দুর্নিতী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, চাঁদবাজির অভিযোগে ওই টোল প্লাজায় সাধারণ জনতার সহায়তায় সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে আটক, নগদ টাকা ও অন্যান্য উপকরণ জব্ধ করে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
যাযাদি/ এম