বকশীগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ১৭:৩৭
জামালপুরের বকশীগঞ্জে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস বৃহস্পতিবার দুপুরে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) এর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত সশ্রস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) এর উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব:) জহুরুল হক জয়নাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এলএস (অব:) মো.আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
এতে উদ্বোধক ছিলেন অসকস বাংলাদেশ এর জেলা শাখার সভাপতি আবু সাংমা।
এসময় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক কামাল উদ্দিন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব শাকিল তালুকদার, নৌ বাহিনীর অবসর প্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় সেনা , নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সকল শহীদ সদস্যের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
যাযাদি/ এম