রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

টুঙ্গিপাড়ায় ৮০০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
  ২১ নভেম্বর ২০২৪, ১৭:১৮
ছবি: যায়যায়দিন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার দশটি প্রাথমিক বিদ্যালয়ের ৮০০ শিশু শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক। শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে স্কুলব্যাগ, খাতা, কলম ও ছাতা ও শীতবস্ত্র।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও টুঙ্গিপাড়া পৌরসভার প্রশাসক মোঃ গোলাম কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে জেলা ও উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এসব শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে সাঁতার প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজনে কাজ করতে যাচ্ছে প্রশাসন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে