বড়াইগ্রামে পিপির বোনের বাড়িতে ডাকাতি
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ১৬:৩৯
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর সরকারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। আবু বক্কর নাটোর আদালতের সদ্য নিয়োগকৃত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল কাদেরের ভগ্নিপতি।
খবর পেয়ে থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
আবু বক্কর সরকারের ছেলে সুজন সরকার বলেন, ভোররাত ৪টার দিকে মুখোশধারী ৬/৭ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়ীতে প্রবেশ করে। পরে তারা বাবা ও মাকে কাপড় দিয়ে মুখ এবং রশি দিয়ে হাত-পা বেধে ফেলে। এরপর তারা আলমারী ভেঙে নগদ ৬ লাখ ৪০ হাজার টাকা ও মায়ের ১০ ভড়ি স্বর্ণালংকার, ছোট ভাই সুমন সরকারের ঘর থেকে ৮ ভড়ি স্বর্ণ এবং অন্তত ১২ ভড়ি রোপ্য লুট করে নিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা মূল ফটক খোলা দেখে এবং বাবার মুখের শব্দ শুনে এসে উদ্ধার করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।
যাযাদি/এআর