বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নে কর্মশালা শুরু

রাজস্থলী প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৪, ১৫:৩৬
ছবি : যায়যায়দিন

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু হয়েছে।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর উদ্বোধন করেন। কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যপ্টিস্ট চার্চ সংঘের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার।

২ দিনব্যাপি প্রশিক্ষণে গ্রাম উন্নয়ন কমিটি, নারী উন্নয়ন দল এবং কিশোরীরা সহ সর্বমোট ১ শত ৭০ জন অংশ নিচ্ছেন।

পরে সকাল সাড়ে ১০ টায় দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, প্রান্তিক নারীদের নিয়ে দূর্গম অঞ্চলে চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের মাঠ পর্যায়ের কর্মীরা স্বাস্থ্য সেবা দোয়ারে দোয়ারে পৌঁছে দিচ্ছেন।

তিনি আরোও বলেন, একসময় মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার বেশি ছিল। বর্তমানে সরকারি স্বাস্থ্য সেবা এবং এনজিও গুলোর কার্যক্রমে এই হার অনেকাংশে কমে গেছে। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল বছরের পর বছর ধরে আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন তা অবশ্যই প্রশংসার যোগ্য।

হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর কম্প্রিহেনসিভ হেলথ প্রোগামের সুপারভাইজার উসংবাই মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের উপদেষ্টা এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবী মো: আতাউর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন কম্প্রিহেনসিভ হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে