ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন, র্যালী ও নাটক প্রদর্শনী করা হয়েছে।
নারী কন্যার সুরক্ষা করি-সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এই পতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে মানব কল্যান (এমকেপি) পরিষদের আয়োজনে ও নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহযোগিতায় হরিপুর উপজেলার চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষার্থীদের নিয়ে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নারী নির্যাতন প্রতিরোধ মূলক নাটক প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন মানব কল্যান (এমকেপি)'র এরিয়া কো-অর্ডিনেটর মোছাঃ রৌওশন আরা বেগম, ফিল্ড ফ্যাসিলিটেটর নিরতী রানী রায়, উপজেলা মানব কল্যান পরিষদের সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চন্দ্র ভৌমিক, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ।
যাযাদি/ এআর